দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: জামালপুরের ইসলামপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর কিডনি জণিত রোগে মৃত্যুর নাটকের শেষ রক্ষা না হওয়ায় ৬ বছর পর অবশেষে পুলিশের জালে আটক হয়েছে স্বামী। ঘটনাটি ঘটেছে জামালপুরের ইসলামপুরে যমুনার দূর্গম চরাঞ্চল বেলগাছা ইউনিয়নের মন্নিয়া গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১২ সালে মন্নিয়া গ্রামের বাচ্চু ফকিরের পুত্র ওসমান আলী (৩৫) একই এলাকার রহিম বক্সের কন্যা, স্ত্রী লাকি বেগম (২০) এর নিকট ১ হাজার টাকা চায়। স্ত্রী লাকি বেগম টাকা দিতে অস্বীকার করলে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে রাতে ঘাতক স্বামী ওসমান তাকে ঘর থেকে বের করে গোয়াল ঘরের পার্শে নিয়ে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করলে ঘটনাস্থলেই স্ত্রী লাকী মারা যায়।
এ ঘটনায় লাকীর বাবা রহিম বক্স বাদী হয়ে ইসলামপুর থানায় হত্যা মামলা দায়ের করে।
পুলিশী তদন্তে মামলা আদালতে গড়ালে ঘাতক স্বামীর স্বজনরা ২০১৭ এপ্রিলের ১০ তারিখে ওসমান কিডনি জণিত রোগে মৃত্যুবরণ করেছেন মর্মে আদালতকে অবহিত করেন।
পুলিশ বিষয়টি আমলে নিয়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চালায়। দীর্ঘ ৬ বছর পর গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় যমুনার দূর্গম চরাঞ্চলে অভিযান চালিয়ে ১১ অক্টোবর ওসমানকে জীবিত অবস্থায় আটক করে।
এ ব্যাপারে জামালপুর জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম জানান, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার দুর্গম যমুনার চরে অভিযান চালিয়ে ৬ বছর যাবৎ মৃত ঘোষণা করা ওসমানকে জীবিত আটক করা হয়। তাকে সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।