দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নিরঙ্কুশ ভোট প্রদানের মাধ্যমে শেখ হাসিনাকে পূণরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতেই এ আয়োজন করা হয়।
আজ ০১( অক্টোবর) রবিবার ইসলামপুর ৯নং গোয়ালেরচর ইউনিয়নের, মোহাম্মদপুর বাজার ও মহলগিরি বাজার জনগণের মাঝে বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে গনসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এতে প্রধান অতিথি হিসেবে জামালপুর জেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহিনুজ্জামান শাহীন বক্তব্য রাখেন।জামালপুর-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।
তিনি বক্তব্যে, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি নিপীড়ন, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল এবং ৩০ লাখ মানুষের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিল। মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি সারাবিশ্বের কাছে সাহস, আত্মমর্যাদা ও আত্মত্যাগের দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি স্বাধীনতার পর দুর্ভিক্ষ ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বাংলাদেশ থেকে আজকের বাংলাদেশে রূপান্তরের তুলনামূলক চিত্র তুলে ধরে বলেন, সদ্য স্বাধীন বাংলাদেশকে পশ্চিমা বিশ্বের নেতারা তখন ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে আখ্যায়িত করেছিলেন।
কিন্তু বর্তমান বাংলাদেশ, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, একটি উদীয়মান অর্থনীতিতে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। দারিদ্র্য হ্রাসসহ আর্থ-সামাজিক বিভিন্ন সূচকে বাংলাদেশ ঈর্ষনীয় অগ্রগতি অর্জন করেছে।
এছাড়াও ইসলামপুর পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর, সাবেক শ্রমবিষয়ক সম্পাদক, এসএম জাহাঙ্গীর হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।