দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: ইসলামপুরে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ,মাও শিশু সহয়তা ভাতা,ভিজিডি, টিসিবি,ও ১৫ টাকা কেজি চাউলের কার্ডধারীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
রবিবার(২২অক্টোবর ) জামালপুর জেলার ইসলামপুর উপজেলাধীন, গোয়ালের চর ইউনিয়ন, ও উপজেলা প্রশাসন এর উদ্যোগে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ,মাও শিশু সহয়তা ভাতা, ভিজিডি, টিসিবি,ও ১৫ টাকা কেজি চাউলের কার্ডধারীদের সাথে একটি মতবিনিময় সভা মহলগিরী ঈদগাহ মাঠ প্রঙ্গনে অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় গোয়ালের চর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা সভাপতিত্ব করেন। এই সময় মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম,
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাহাবুবুল আলম তরফদার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ রাজ্জাক লাল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাহিদা পারভীন লিপি, সহ প্রমুখ উপস্থিত ছিলেন।