দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ পুলিশ জজনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি এই আলোকে জামালপুরের ইসলামপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ৪ নভেম্বর সকালে ইসলামপুর থানা থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় থানায় গিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইসলামপুর থানার অফিসার ইনচার্জ সুমন তালুকদারের সভাপত্বিতে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি।
সভায় বিশেষ অতিথির ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. এম এম জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফ আলী,ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস।
তদন্ত কর্মকর্তা আনছার আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের জন প্রতিনিধি, শিক্ষক, সুধীজনরা অংশ নেন।