দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জামালপুরের ইসলামপুরে ১২টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নকল শীল স্বাক্ষর জন্মনিবন্ধন সনদে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সচিবদের স্বাক্ষর জাল করাই, ইসলামপুর হাসপাতাল রোড থানা গেইটের সংলগ্ন পুর্ব দিকে জয়নাল মিয়ার বাসার ভাড়া অবস্থিত মিনাল কম্পিউটার দোকান মালিকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দোকান মালিক মিনাল কে গ্রেফতার করেছে পুলিশ।
১৭নভেম্বর থানাসূত্রে জানা যায়, উপজেলার ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবদের শীল স্বাক্ষর জাল করে জন্মনিবন্ধন সার্টিফিকেট তৈরি করেছেন মিনাল। তিনি ইসলামপুর সদর ইউনিয়ন পচা বহলা গ্রামের,মনোয়ারের ছেলে ।
মিনাল নিজের কম্পিউটারের মাধ্যমে উপজেলার জন্মনিবন্ধন সার্টিফিকের জন্য অনলাইনে আবেদন করেন।
পুলিশ গোপন সংবাদ এর মাধ্যমে জানতে পারে সে দীর্ঘদিন থেকে এসব কার্যক্রম চালিয়ে আসিতেছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে প্রিন্ট কপিতে যাচাইকারী ও সচিবের স্বাক্ষর থাকলেও চেয়ারম্যানের স্বাক্ষর জালিয়াতি করে প্রাপককে দেন। বিষয়টি অবগত হওয়ার পর মিনাল কম্পিউটার দোকান মালিকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেন।
ওসি সুমন তালুকদার জানান,চেয়ারম্যান, ও সচিবদের শীল, স্বাক্ষর নকল করে বিভিন্ন ধরনের নিবন্ধন জালিয়াতির অভিযোগের মামলায় মিনাল (২০) বৃহস্পতিবার তার মিলান কম্পিউটার নামে দোকান থেকে গ্রেফতার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত ইং ১৬-১১-২০২৩খ্রি. জামালপুর জেলার ইসলামপুর থানা এলাকার মিনাল কম্পিউটার ও ফটোকপি দোকান হতে ইসলামপুর থানা পুলিশের অভিযানে ইউনিয়ন চেয়ারম্যান, পৌর মেয়র এবং সচিবদের নামের নকল সীলমোহরসহ আসামী মিনাল (২০) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
তার হেফাজত হতে মোট ১৯টি সীলমোহরসহ চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে ভোটার নিবন্ধন ফরম এবং অঙ্গীকার নামার ০২ কপি উদ্ধার করা হয়েছে। ইতোমধ্যে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।