দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা এক্সপ্রেস নামক ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত দেড়টায় পুলিশের পাহারায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানো শুরু করে।
বিষয়টি নিশ্চিত করেন সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার রুহুল আমিন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বলেন, সরিষাবাড়ী স্টেশনে যাত্রী নামার পরপরই চলন্ত ট্রেনে আগুন দেয়া হয়। এসময় ট্রেনে যাত্রী কম ছিল। কয়েকজন যাত্রী লাফ দিয়ে ট্রেন থেকে নামার সময় আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে, গত ১৫ নভেম্বর টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে ট্রেনের তিনটি বগি ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার প্রতিবাদে সারা দেশে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি ও সমমনা দলগুলো। রোববার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী সর্বাত্মক এই কর্মসূচি পালন করবে দলটির নেতা-কর্মীরা।