দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জামালপুর ইসলামপুরে উপজেলা আওয়ামী লীগেরর উদ্দ্যোগে জেল হত্যা দিবস পালিত হয়েছে। দিবসের শুরুতেই উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ৩ নভেম্বর জেলহত্যায় সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় জেলহত্যা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এতে সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক এড আঃ সালামের সঞ্চালনায় সহ সভাপতি জামাল আব্দুন নাছের চৌধুরী চার্লেস বক্তব্য রাখেন।
এতে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাবিবর রহমান চৌধুরী শাহিন,অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, আঃ রারাজ্জাক লাল মিয়া,সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, আঃ খালেক আকন্দ, পৌর আওয়ামী লীগের সভাপতি নাররায়ন কর্মকার, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপ দপ্তর সম্পাদক অংকন কর্মকার,উপ প্রচার সম্পরদক জিয়াউল হক জুয়েল,
উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আফরোজা আজাদ তানিয়া,সাধারণ সম্পাদক রাশেদা বেগম,যুবলীগ সভাপতি হারুনুর রশিদ,সাধারণ সম্পাদক মোহন মিয়া,যুব মহিলা লীগ সভাপতি আবিদা সুলতানা যুথি,সাধারণ সম্পাদক পলি আক্তার,ছাত্রলীগ সভাপতি নূরে আজাদ ইমরান,সাধারণ সম্পাদক ফারুক হোসেন সুমনসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।