দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে বিএনপি- জামাতের অগ্নী সন্ত্রাস, হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি জামাতের হত্যা,ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস নৈরাজ্যের প্রতিরোধ ও যে কোনো ধরনের অপশক্তি রুখে দিতে এবং ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নতি করার লক্ষে একটি উন্নয়ন ও তারুণ্যের জয়যাত্রার সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১১ঘটিকায় থানা মোড় সংলগ্ন বটতলা চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত উন্নয়ন শান্তি তারুণ্যের জয়যাত্রার সমাবেশে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি শেখ মোঃ হারুনুর রশিদ সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো.মোহন মিয়ার সঞ্চালনায়, বক্তব্য রাখেন আবু নাসের চার্লস চৌধুরী, সহ-সভাপতি উপজেলা আওয়ামী লীগ,
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, মহিলা বিষয়ক সম্পাদক সাহিদা পারভীন লিপি, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক সালাহউদ্দিন শাহ, পৌর যুবলীগের আহ্বায় মনিরুজ্জামান লাজু সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা , বিএনপি জামাতকে হুঁশিয়ার দিয়ে বলেন, হরতাল অবরোধের নামে একটি সন্ত্রাসী গোষ্ঠী, পুলিশ বিচারক ও নিরীহ জনগণের উপরে হামলা করেছেন। বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে, এই নৈরাজ্যের হামলার প্রতিহত করার জন্য ইসলামপুর উপজেলা যুবলীগ সর্ব সময় প্রস্তুত।
একটি শান্তি র্যালি উপজেলা আওয়ামীলীগের অফিস থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা মোড় সংলগ্ন বটতলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।