দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জামালপুরের ইসলামপুর দানের গরুকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নাছির উদ্দিন (৫৫) নামে এক কৃষক মৃত্যু হয়েছে।
বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার পলবান্ধা ইউনিয়নের উত্তর সিরাজাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাছির উদ্দিন ওই গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নাছির উদ্দিনের সাথে তার বোন রাহেলা বেগম, এবং মা হেনা বেগমের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে বুধবার সন্ধ্যার দিকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে নাছির উদ্দিনকে।
গুরুতর আহতবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মো. সালাউদ্দিন তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাছির উদ্দীনের শাশুড়ি রহিমা বেগম বলেন, ‘আমি একটি গাভী গরু দান করেছিলাম মেয়ে জামাই নাছির উদ্দিনকে। গরুটি চুরি করে নাছিরের বোন রাহেলা বেগম তার স্বামীর বাড়িতে নিয়ে যায়। গরুটি ফেরত না দিয়ে উল্টো আমিসহ নাছির উদ্দিনের বিরুদ্ধে মারধরের হুমকি দেওয়ার অভিযোগ তুলে আদালতে মামলা করেছে রাহেলা বেগমের মা হেনা বেগম। এনিয়ে বিরোধ চলে আসছে। নাছির উদ্দিনকে পিটিয়ে মেরে ফেলেছে।
নিহত নাছির উদ্দিনের ছেলে নিয়ামুল হক বলেন, আব্বার ওপর দেশীয় অস্ত্রে হামলা করে ফুফু রাহেলা বেগমের লোকজন। আব্বাকে লাঠি দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করে তারা। এতে আমার বাবা মারা যান।
ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার অভিজিত দাস বলেন, হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা ৬জনকে পুলিশ নজর দারীতে রাখা হয়েছে। চিকিৎসা শেষে তাদের আদালত প্রেরণ করা হবে।