দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিপ্তরের দায়েরকৃত মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী বন্দরের ব্রীকস এন্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন(৫০)কে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার ২রা নভেম্বর দুপুরে তাকে আদালতে প্রেরন করা হয়। এর আগে গত বৃহস্পতিবার সকালে তাকে কাজীপাড়া ইটভাটার অফিস থেকে ওয়ারেন্টমুলে আটক করা হয়।
ধৃত গিয়াস উদ্দিন বন্দর উপজেলার কেওঢালা এলাকার মৃত আস্কর আলীর ছেলে।
সুত্রে জানা গেছে,বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নস্থ কেওঢালা থেকে কাইনালিভিটা একটি ঘনবসতিপূর্ণ লোকালয়ে ৭০৭ ব্রীকস এন্ড কোং নামে একটি পরিবেশ ছাড়পত্র বিহীন অবৈধ ইটভাটা প্রতিষ্ঠানের নামে দীর্ঘদিন ধরে পরিবেশ বিঘেœর অভিযোগ রয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিপ্তর এই ইটভাটাটির কার্যক্রমকে অবৈধ ঘোষণা করে। পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র,
টিন ও ট্রেড লাইসেন্স না থাকায় উক্ত ইটভাটার ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিনকে আসামী করে মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার সকাল ১১টায় মদনপুর কাজীপাড়াস্থ ওই ইটভাটা অফিস থেকে পরিবেশ অধিদপ্তরের মামলার ওয়ারেন্টমুলে ব্রীকস এন্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিনকে গ্রেফতার করে বন্দর থানা পুলিশ। পরে ওইদিন দুপুরেই তাকে আদালতে প্রেরন করা হয়।