দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান এমপি বলেছেন, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার লক্ষ্যে পাঁচ কোটি মানুষকে প্রতি মাসে ভাতা প্রদান করছে সরকার। এতে সরকারের ব্যয় হচ্ছে বছরে ৫৭ হাজার ২২৩ কোটি টাকা।
সমাজকল্যাণ মন্ত্রণালয় ছাড়াও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিভাগ নানা কর্মসূচির মাধ্যমে এসব ভাতা ও খাদ্য সহায়তা দিচ্ছে।
প্রতিমন্ত্রী ৭ নভেম্বর মঙ্গলবার জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের মরাকান্দি নসিমুন্নেছা দাখিল মাদ্রাসা মাঠে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা,মা ও শিশু সহায়তা ভাতা ,ভিজিডি, টিসিবি ও ১৫ টাকা কেজি চাউলের কার্ডধারী ও অন্যান্য সুবিধাভোগীদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চলে উন্নয়ন হচ্ছে। তিনি না থাকলে পদ্মা সেতু তৈরি হতো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। ইসলামপুরে শেখ হাসিনা হেলথ টেকনোলজি,যমুনা নদীর তলদেশ দিয়ে ক্যাবলের মাধ্যমে বিদ্যুৎ দিয়ে চরাঞ্চল মানুষের স্বস্থি এনেছে। উপজেলা জুড়ে সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। চলমান এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের কোনো বিকল্প নেই। আগামী সংসদ নির্বাচনে উন্নয়ন চলমান রেখে স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে শেখ হাসিনার নৌকা ভোট দেওয়ার অনুরোধ জানান।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারীর সভাপতিত্বে এতে সঞ্চালনায করেন, বীরমুক্তিযোদ্বা রফিকুল ইসলাম সাধারন সম্পাদক, গাইবান্ধা ইউনিয়ন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান শাহজাহান, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, ত্রাণ সম্পাদক সালাউদ্দিন শাহ, মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা পারভীন লিপি,সহ ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ প্রমূখ বক্তব্য রাখেন। এতে ইউনিয় আওয়ামী লীগসহ সকল সুবিধাভোগিরা অংশ গ্রহন করেন।