দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা ও সদর থানা বিএনপির আহবায়ক হাজী ফারুক হোসেনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।
শুক্রবার (২৪ নভেম্বর) এক বিবৃতিত্বে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল এবং মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু।
বিবৃতিত্বে তারা আরও উল্লেখ করেন, অবৈধ ভোটচোর সরকার আরও একটি পাতানো নির্বাচন করার জন্য তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশন ও প্রশাসনকে ব্যবহার করে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে নিল নকশা বাস্তবায়নের চেষ্টা করছে। এর প্রতিবাদে বিএনপি গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে নানা কর্মসূচি ঘোষনা করেছে।
যেটা বাস্তবায়নের জন্য দলের নেতাকর্মীরা যার যার স্থান থেকে আন্দোলন সংগ্রামে অংশ গ্রহন করার চেষ্টা করছে। কিন্তু সরকারের আজ্ঞাবাহ প্রশাসন সেই গণতান্ত্রিক আন্দোলনে বাধা সৃষ্টি করতেই দলের নেতাকর্মীদের মিথ্যা বানোয়াট মামলায় গ্রেফতার করে কারাগারে পাঠাচ্ছে। সেই চক্রান্তের শিকারের অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আহবায়ক হাজী ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
আমরা মহানগর বিএনপির পক্ষ থেকে এই গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে হাজী ফারুক হোসেনের নিঃশর্তে মুক্তি দাবি করছি। ইনশাল্লাহ অচিরেই এই ফ্যাসিবাদী সরকারের কবল থেকে দেশ ও জাতি মুক্ত হবে এই কামনা করি।