দ্যা বাংলা এক্সপ্রেস ডটকম: হাইকোর্টে রিট করে মনোনয়ন ফিরে পাওয়ার অবশেষে প্রতীক বরাদ্দ পেলেন জামালপুর -২ (ইসলামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী জামালপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য এস এম শাহিনুজ্জামান
শনিবার (২৩ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো:শফিউর রহমান তাকে কাঁচি প্রতীক বরাদ্দ দেন। এ সময় ইসলামপুরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতীক বরাদ্দের পর এস এম শাহিনুজ্জামান বলেন, হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে রিট করার পর আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। প্রাথমিকভাবে আমি ন্যায় বিচার পেয়েছি। আমি দীর্ঘবছর ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। দেশের বিভিন্ন এলাকার প্রত্যন্ত অঞ্চলে মানুষদের সঙ্গে কাজ করেছি। আমাদের এই আসন (জামালপুর -২)ইসলামপুর কৃষি অধ্যুষিত এলাকা। এখানকার মানুষের জীবন-জীবিকার একমাত্র কৃষি কাজ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ইসলামপুর মানুষের জন্য আমি কাজ করেছি, কৃষকদের সঙ্গে মিশেছি। এবারের নির্বাচনে দল আমাকে মনোনয়ন দেয়নি। তবে নেত্রী আমাদেরকে স্বতন্ত্র নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন।
তিনি বলেন, ইসলামপুর এর জনগণ আমাকে ভালোবাসে। এ এলাকার মানুষ আমাকে চায়। তাদের চাওয়ার পরিপ্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। আমি স্বতন্ত্র নির্বাচন করলেও আওয়ামী লীগেরই লোক। দলের নেতাকর্মীরা আমার সঙ্গেই আছেন। আগামী ৭ জানুয়ারী ইসলামপুরের
জনগণ কাঁচি প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন বলে আশা করি।