দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জামালপুরের ইসলামপুরে জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলা, প্রকৃতির সৌন্দর্যবর্ধন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পরিবেশ গড়তে চারা গাছ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) দুপুরে ইসলামপুর পৌর শহরের মৌজাজাল্লা (পাটনী পাড়া) মোড়ে চিশতীয়া ফাউন্ডেশনের উদ্যোগে চারা গাছ বিতরণ করা হয়েছে।
মোঃ আবির খান লোহানীর সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ, সাইদ খান লোহানী ও টিটু খান লোহানী প্রমুখ।
চিশতীয়া ফাউন্ডেশনের সদস্যরা বলেন, সকলের সার্বিক সহযোগিতা পেলে আজীবন এমন কার্যক্রম চালিয়ে প্রচুর পরিমাণ সবুজ বৃক্ষরোপণ ও চারা বিতরণের মাধ্যমে ইসলামপুর উপজেলাকে সারা বিশ্বের মধ্যে অন্যতম উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। গাছের চারা বিতরণের মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার জন্য সরকারসহ সকল মহলের নিকট উদাত্ত আহ্বান জানান তারা।
নতুন বছরের এ কর্মসূচিতে ছাত্র/ছাত্রী ও এলাকার জনসাধারণের মাঝে চিশতীয়া ফাউন্ডেশনের উদ্যোগে এসব চারা গাছ বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।