দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ইসলামপুরে সকল মাইজ ভান্ডারী ভক্তবৃন্দের উদ্যোগে তরিকায়ে মাইজ ভান্ডারীর স্থপতি হযরত গাউছুল আজম শাহ্সুফি মাওলানা সৈয়দ আহমদ উল্লাহ (কু.ছি.আ) মাইজ ভান্ডারীর ১১৮ তম পবিত্র ওরশ শরীফ উদযাপন উপলক্ষে সাবেক মহিলা এমপির বয়লার সংলগ্ন মাঠে তিনদিন ব্যাপী আজিমুশ্বান ওরশ ও দোয়া মাহফিল শুরু হয়েছে।
বুধবার সন্ধ্যায় তরিকায়ে মাইজ ভান্ডারী উপজেলা শাখা সভাপতি টিটু খান লোহানী ভান্ডারীর সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধক পৌর মেয়র মোঃ আব্দুল কাদের শেখ,প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এড. জামাল আব্দুন নাসের বাবুল। আমন্ত্রিত বিশেষ অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ নবী নেওয়াজ খান লোহানী বিপুল।
এতে ধর্মীয় আলোচক প্রধান বক্তা বাবা রওনাকুল ইসলাম জামালপুরী( মোঃ জিঃ আঃ), দ্বিতীয় বক্তা মাওঃ মোঃ আবু ইউসুফ সাহেব সুপার, দৌলতপুর সুন্নিয়া দাখিল মাদ্রাসা, চাঁদপুর প্রমুখ । দ্বিতীয় দিন সন্ধ্যায় লালন সংগীত পরিবেশন এবং তৃতীয় দিন গুরু শিষ্যের পালা অনুষ্ঠিত হবে।