দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ আরটিভি কর্তৃক আয়োজিত ১৪তম হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৪ এ হাফেজ মোঃ ঈসমাইল হোসেন চ্যাম্পিয়ন হওয়ায় সংবর্ধনা এবং স্থানীয় শিক্ষক, ইমাম, খতিব ও আলেমগণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৪ মার্চ) আলহাজ্ব মো: ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে এই আয়োজন করা হয়।
এই মতবিনিময় সভায় ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আব্দুল খালেক আকন্দ,
মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: রোজিনা আক্তার, ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.আঃ ছালাম, ইসলামপুর এম এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব জামাল আব্দুল নাসের চৌধুরী চার্লেস, সহকারী পুলিশ সুপার ইসলামপুর সার্কেল অভিজিৎ দাস,
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন তালুকদার। এছাড়াও উপজেলার আলেম উলামাগণ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, হাফেজ মোঃ ঈসমাইল হোসেন (১১) ইসলামপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বেংগুরা মহল্লার স্থায়ী বাসিন্দা মো: ইব্রাহিম এর ছেলে। সে ঢাকা যাত্রাবাড়ী তাহফিযুল সুন্নাহ্ মাদ্রাসার একজন মেধাবী শিক্ষার্থী।