দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জামালপুরের ইসলামপুর তীব্র তাপদাহ ও গরম থেকে রক্ষা পেতে বিশেষ নামাজ (সালাতুল ইস্তিসকা নামাজ) অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ এপ্রিল) বেলা ১০ টায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নেকজাহান মডেল পাইল বিদ্যালয় মাঠে হাজার মুসল্লিমের পস্থিতিতে নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজ শেষে কয়েক হাজার মুসল্লি তীব্র রোদ অপেক্ষা করে বিশেষ মোনাজাত করেন। মোনাজাতে আল্লাহর দরবারে রহমতের বৃষ্টি কামনাসহ তাপদাহ কমাতে প্রার্থণা করা হয়।
এসময় মুসল্লিদের কান্নায় পুরো মাদরাসা মাঠ স্তব্ধ হয়ে যায়। বৃষ্টি পেতে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন। নামাজে অংশ নেয়া মুসল্লিরা। ইস্তিসকা নামাজ ও মোনাজাত পরিচালনা করেন জামিয়া হোসেইনিয়া আশয়াফুল উলুম মাদ্রাসা ও ইসলামপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ (পুরাতন মারকাজ) খতিব হযরত মাওঃ আঃ খালেক এতে জনপ্রতিনিধি, আলেম ওলামা ও সাধারণ মানুষ অংশ গ্রহণ করেন।