দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ তীব্র তাপদাহের মধ্যেজন সাধারণের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করল নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি।
তীব্র তাপ প্রবাহে নগরীর পথচারী, শ্রমজীবী ও সর্ব স্তরের মানুষের মাঝে বিনামূল্যে বিশুদ্ধ ঠান্ডা ও নরমাল পানির বোতলএবং খাবার স্যালাইন বিতরণ করেছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (এনসিসিআই)
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর ১২.০০ থেকে নগরীর চাষাড়ায় গোল চত্তরের পাশে রাইফেল ক্লাব এর সামনে থেকে বিভিন্ন যানবাহন চালক, যাত্রী, ছাত্র-ছাত্রী, দিন মজুরসহ সর্ব স্তরের মানুষের হাতে তুলে দেওয়া হয় বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন । নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চেম্বার সভাপতি জনাব খালেদ হায়দার খান।
এসময় আরো উপস্থিত ছিলেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি জনাব মোরশেদ সারোয়ার সোহেল, পরিচালক জনাব রতন কুমার সাহা, জনাব সেলিম হোসেন, মোহাম্মদ আবু জাফর এবং চেম্বারের সদস্য ও কর্মকর্তাবৃন্দ।
তাপদাহের অবস্থার ভিত্তিতে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি আয়োজিত এ বিতরণ কার্যক্রম উক্ত স্থানে প্রতিদিন বেলা ১২.০০ টা থেকে বিকাল ৩.০০ পর্যন্ত চলমান থাকবে। (প্রেস বিজ্ঞপ্তি)