দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মহানগর যুবদল নেতা ফয়েজ উল্লাহ সজলের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হয়।
শুক্রবার (৩১ মে) বিকেল সাড়ে ৩ টায় নগরীর মিশনপাড়া মোড়ে এই আয়োজন করা হয়।
মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজলের সঞ্চালনায় এই রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক এ্যাড. সাখাওয়াত হোসেন খান,
মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাড. আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম-আহবায়ক ফতেহ রেজা রিপন, মহানগর যুবদলের সাবেক সাবেক যুগ্ম-আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি সহ অন্যান্য নেতৃবৃন্দ।
খাবার বিতরনের পুর্বে উপস্থিত নেতৃবৃন্দরা মিলাদ ও দোয়া পরিচালনা করেন।