দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক সেবা এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ইসলামপুর চিনাডুলী ও বেলগাছা ইউনিয়নে ভূমি অফিসে চালু হয়েছে ভূমি সেবা সপ্তাহ ২০২৪।
ইসলামপুর চিনাডুলী ও বেলগাছা ইউনিয়ন ভূমি অফিসের আয়োজনে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইদ মোহাম্মদ ইব্রাহীম।
স্মার্ট ভূমি উন্নয়ন কর, স্মার্ট নামজারি, ভূমি বিষয়ক পরামর্শ, স্মার্ট খতিয়ান, স্মার্ট জমির ম্যাপ, ভূমি সংক্রান্ত অভিযোগ, সরকারের পাশাপাশি জন সাধারণের সহযোগিতার বিকল্প নাই। স্মার্ট ভূমি সেবা বাস্তবায়ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।
চিনাডুলী ভূমি ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা,মো.ফজলুল করিম ও বেলগাছা ইউনিয়ন ভূমি সহকারী ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মোবারক হোসেন।