দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জামালপুরের ইসলামপুর উপজেলার সায়দাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ কেজি৪০০গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ইসলামপুর থানার পুলিশ ।
গতকাল রাত ৮টার দিকে ইসলামপুর উপজেলা পরিষদ সামনে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের মুল গেইট থেকে আসামি জলপুরি ওরফে শারমিন( ২৭) ও অপু ওরফে আশা (১৮ ) নামে দুই মাদক কারবারিকে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করে।
আটককৃতরা শেরপুর জেলার শেরপুর সদর থানার আন্ধারিয়া সুতির পাড় গ্রামের আল আমিন বেপারীর মেয়ে বর্তমান পলবান্ধা ব্যাপারি পারা বসবাস , ও ইসলামপুর থানার পলবান্ধা বেপারি পাড়া গ্রামের এরশাদ বেপারির মেয়ে ।
এ ব্যাপারে ইসলামপুর থানার পুলিশ টহলরত এস,আই( নিঃ) মোঃ মাসউদুর রহমান, ইসলামপুর থানা,জামালপুর সঙ্গীয় জানান, শুক্রবার রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে সদর থানার ইসলামপুর উচ্চ বিদ্যালয় গেইট সামনে মাদক বিরোধী অভিযান চলাকালিন ১ কেজি ৪০০গ্রাম গাঁজাসহ জলপুরি ওরফে শারমিন ও অপু ওরফে আশা নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়।
শনিবার (৬জুলাই) দুপুরে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারা অবৈধ ভাবে বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতের আকাশ সহায়তা করার অপরাধ যাহার মূল্য অনুমান ২৮ হাজার টাকা। এর অপরাধের জন্য জেল হাজতে পেরন করা হয়।
এ বিষয়ে ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার কালবেলা কে বলেন, উক্ত আসামিদের উল্লেখিত মাদক ধারায় নিয়মিত মামলার অজু হয়েছে।