দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ফতুল্লার বক্তাবলী লক্ষীনগরে প্রবাসীর বাড়ি থেকে নগদ অর্থ ও স্বর্ণ অলংকার সহ মোট ১৪ লক্ষ ৫০ হাজার টাকা চুরির অপরাধে মোজাম্মেল হোসেন (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ। এসময় তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
রোববার (৭ জুলাই) ১০ দিনের রিমান্ড চেয়ে আসামিকে আদালতে প্রেরন করেন ফতুল্লা থানা পুলিশ।
আটককৃত মোজাম্মেল হোসেন বক্তাবলী লক্ষীনগর পশ্চিম পাড়া এলাকার মোকলেছ মিয়ার ছেলে।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, বক্তাবলী লক্ষীনগর পশ্চিম পাড়া এলাকায় পারুল বেগম (৪১) ও তার সন্তানরা বসবাস করে আসছিলো। গত ১৭ জুন ঈদুল আযহা উপলক্ষে পরিবার নিয়ে চাঁদপুর বেড়াতে যায়। ১৯ জুন ভোরে তার পাশের ফ্লাটের ভাড়া টিয়া আব্দুল করিম স্যার দরজার তালা কাটা দেখে তাকে ফোন করে।
পরে পারুল বেগম বাড়িতে এসে দেখে তার ঘরে থাকা ৪ ভরি ৮ আনা ওজনের একটি সীতা হার, ২টা স্বর্নের চেইন, একজোড়া হাতের রুলি, স্বর্নের বেসলেট, ৫টি স্বর্নের আংটি ও ব্যাংক থেকে তোলা নগর ৫ লক্ষ টাকা সহ সর্বমোট ১৪ লক্ষ পঞ্চাশ হাজার নেই।
এ বিষয় ফতুল্লা থানায় পারুল বেগম অজ্ঞাত আসামি করে অভিযোগ দায়ের করলে থানা পুলিশ বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে চোরকে শনাক্ত করে।
এসময় পুলিশ শনাক্ত কৃত চোর মোজাম্মেল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করে। কিন্তু চুরির কথা শিকার করলেও চোরাইকৃত মালামালে সঠিত দিতে তালবাহানা করে।
পরে ফতুল্লা থানা পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে মোজাম্মেলকে আদালতে প্রেরন করেন।
এ বিষয় ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে নং ১০ (০৭-০৭-২৪) ধারা ৪৫৭/৩৮০।