দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ জামালপুরের ইসলামপুরে গুঠাইল বাজারে রওশনউদ্দৌলা পালোয়ান মার্কেটে আগুন লেগে ৪টি দোকান পুড়ে গেছে। এ সময় আগুন পুড়ে প্রায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
রবিবার (১১আগস্ট ) রাত আনুমানিক ২.৪৫ টার দিকে ইসলামপুর ঐতিহ্যবাহী গুঠাইল বাজারে ইসলামপুর সদর থেকে আসা রোড় শাহজাহানের মুদির দোকান থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মুদির দোকান মালিক শাহজাহান ,গুঠাইল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী, ইদ্রিসের ঔষধের দোকান,হান্নানের মুদির দোকান পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে শাহজাহানের মিয়ার মুদির দোকানে থেকে আগুনের সূত্রপাত। কিছুক্ষণের মধ্যেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। তখন উপস্থিত লোকজন ও বাজারের পাহাড়াদার সাহেব মিয়া ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনে এ কল দেন।
রাত,২,৫৫ মিঃ খবর পেয়ে ইসলামপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। রাত,৩,/৩৫মিঃ ঘটনার স্থলে পৌছে, সম্পূর্ণ আগুন নির্বাপনে হয় রাত,৪,০৫ টার দিকে ।
ইসলামপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাজহারুল ইসলাম দি বাংলা এক্সপ্রেস কে বলেন,সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনা হয় পুরোপুরি রাত,৪,০৫ মিঃ, এখন সমস্যা নেই। ক্ষয়ক্ষতির পরিমাণটা তদন্ত সাপেক্ষে বলা যাবে।
ইসলামপুর থানার ওসি সুমন তালুকদার দি বাংলা এক্সপ্রেস কে বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ জানার চেষ্টা চলছে।