দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ১৪ই আগস্ট (বুধবার) ইসলামপুর উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন,ইসলামপুর উপজেলা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মেহেদী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ খালেক আখন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যূথী,সহকারী কমিশনার ভূমি সাঈদ মোহাম্মদ ইব্রাহীম,ওসি সুমন তালুকদার, মঈনুল হক,শাহিনূর আক্তার,রাশেদুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবাব, নবী নেওয়াজ খাঁন বিপুল,
সহ বিএনপির নেতৃবৃন্দ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহাদী হাসান( সানিম) ইকরাম ইরান, মাহতাব নেওয়াজ খাঁন লোহানী,উপজেলা জামায়াতে ইসলামীর আমির লিয়াকত আলী, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান,ইসলামপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দেলোয়ার হোসেন লেবু ,
সাংবাদিক, জয়ন্ত শিরালী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ কর্মকার, সাধারণ সম্পাদক তাপস চন্দ্র সেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক , হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখানে কোন বিশৃঙ্খলা হয়নি। সবার আন্তরিক চেষ্টায় এ পরিস্থিতি আরও ভালো করতে হবে।