দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান ছাউদ চুন্নুর নেতৃত্বে ১নং ঢাকেশ্বরী দেব মন্দির সহ হিন্দু সম্প্রদায়ের পরিবারদের পাহারা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করেন সংগঠনটির নেতৃবৃন্দরা।
বুধবার(৭ আগষ্ট)দিন ও রাতে ধারাবাহিকতার সহিত দলে দলে ঢাকেশ্বরী দেব মন্দির সহ হিন্দু সম্প্রদায়ের পরিবারদের পাহারা দেন।
এসময়ে মন্দিরের সাধারণ সম্পাদক এ্যাড. গৌতম চন্দ্র পাল বলেন, আমাদের এই মন্দিরের এড়িয়াতে প্রায় ৬৫টি পরিবারের প্রায় ৪শ জন লোক বসবাস করি।আমরা স্বাভাবিক ভাবেই জীবন যাপন করছি। তবে প্রথমে আমাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছিলো।
কিন্তু এলাকার বিএনপি নেতাদের এই উদ্যোগের ফলেই এখন আমরা নিরাপদ আছি। সেই জন্য এই ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান ছাউদ চুন্নুকে ধন্যবাদ জানাই।তিনি নিজে উপস্থিত থেকে আমাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।এখন আমাদেরে উপর হামলার বিষয় যে আতঙ্ক ছিলো সেটা কেটে গেছে।
তিনি আরও বলেন, এছাড়াও আমরা হিন্দিু বলে কেউ আলাদা চোখে দেখেন না।উল্টো তারা আমাদের সার্বক্ষনিক খো্ঁজ খবর রাখেন। তাই এক কথায় বলা চলে বর্তমান আমাদের উপর কোন রাজনৈতিক প্রভাব নেই।
কামরুল হাসান ছাউদ চুন্নু বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনে দেশের মানুষ আনন্দিত। ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ ২য়বার স্বাধীন হলো।
আওয়ামী লীগের সুবিধা বাদীরা দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাংচুর চালাচ্ছে। যা বিএনপি – জামায়াতের নামে অপপ্রচার চালাচ্ছে। তারা যেন আর ধবংস করতে না পারে সেজন্য পাহারা দিচ্ছি।