দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ শেখ হাসিনা সরকারের পতনের পর সারাদেশে সংঘটিত মন্দির ও ঘরবাড়িতে হামলা এবং লুটপাটের প্রতিবাদ জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের লোকজন।
১১ আগষ্ট রোববার শহরের প্রধান সড়ক অবরোধ জেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে কয়েক শতাধিক সনাতন ধর্মালম্বী এ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে।
চাষাড়া চত্বরকে কেন্দ্র করে বঙ্গবন্ধু সড়কে বিস্তৃত ছিল সমাগমটি। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ ব্যানার ফেস্টুন নিয়ে উপস্থিত হন।
এছাড়া বিভিন্ন সনাতনী সংগঠনের নেতা ও মঠমন্দিরের পুরোহিতরা তাদের ব্যানার নিয়ে উপস্থিত হন। সমাবেশটিতে কোনো বক্তব্য ছিল না। সারাক্ষণ স্লোগানে মুখররিত ছিল সমাবেশটি। মা–বাবার হাত ধরে ছেলেমেয়ে, মায়ের কোলে শিশুসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে উপস্থিত হন।
সংখ্যালঘুদের উপর হামলা করা যাবে না। তাদের জন্য আলাদা আইন পাশ করতে হবে। প্রয়োজনে সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রী বিভাগ, আলাদা সংবিধান পাশ করতে হবে এবং তাদের বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান সহ বিভিন্ন সরকারি সেবা প্রদান করতে হবে।