দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ পূর্ব শত্রুতার জের ধরে মাসদাইর বাড়ৈভোগ এলাকায় বাড়িতে হামলাসহ ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর লুটপাট করার অভিযোগ উঠেছে সন্ত্রাসীদের বিরুদ্ধে।
এ ঘটনায় বাদী হয়ে রহিমা বেগম ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ৫ আগষ্ট রাত আনুমানিক সাড়ে আট টার দিকে ফতুল্লা ধানাধীন পশ্চিম মাসদাইর ফারিহার গার্মেন্টস সংলগ্ন বাড়ৈভোগ এলাকার সাগর (৩৫), পিতাঃ আলাউদ্দিন মাহাজন, সাং- পশ্চিম মাসদাইর, বেকারীর মোড়, ২। শুভ (২৮), পিতাঃ সাক্কু, ৩। রিয়াদ (২৮), পিতাঃ মোস্তফা সহ অজ্ঞাতনামা ২০/২৫ জন পূর্ব শত্রুতার জের ধরে গত ৫ আগষ্ট রাত আনুমানিক ৮.৩০ টার সময় ১,২,৩ নং বিবাদীগন সহ অজ্ঞাতনামা বিবাদীরা লাঠি সোটা সহ দেশীয় অস্ত্রসস্ত্র ছুরি, রামদা, চাপাটি ইত্যাদি নিয়ে আমার বাসার সামনে আসে।
পরবর্তীতে বিবাদীরা আমার বাড়ির সামনে এসে ইট পাটকেল নিক্ষেপ করতে শুরু করে।
যাতে আমার বাড়ির সমস্ত কাচের গ্লাস ভেঙ্গে চুরমার হয়ে যায়। বাড়ির সামনে দুইটি মুদি দোকান ভাংচুর করে দোকানের সমস্ত আসবাপত্রাদী লুট করে নিয়ে যায়। যার মালামালের মূল্য আনুমানিক ৫০ হাজার টাকা, ২টি দোকানের ভিতরে থাকা ক্যাশে নগদ আনুমানিক ২৫ হাজার টাকা।
আমাদের বাড়ির সামনে বাস কাউন্টার ভেঙ্গে ফেলে এবং পার্কিং থাকা ৩টি বাস ভাংচুর করে। যাদের রেজিঃ নং- ঢাকা মেট্রে- ব-১১-২৮৪, ঢাকা মেট্রো-ব-১২-২২৯২, ঢাকা মেট্রো- ব- ১১-৯৯৭১, উক্ত বাসের মালিক সাজ্জাদ এন্টারপ্রাইজ।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এক পর্যায়ে বিবাদীরা জোরপূর্বক আমাদের বাড়ির ভিতরে প্রবেশ করে। আমি সহ আমার পরিবারের লোকজন এবং ভাড়াটিয়ারা বিবাদীদেরকে বাঁধা প্রদান করলে ১,২,৩ নং বিবাদী সহ অজ্ঞাতনামা ২/৩ জন বিবাদী আমাদের সকলকে এলোপাথারী মারধর করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে আমাদেরকে জোরপূর্বক বাসা হতে বের করে দেয়।
বিবাদীরা আমাদের বাসার ৩টি এসি ভেঙ্গে ফেলে, ৪টি সিসি ক্যামেরা ভেঙ্গে নিয়ে যায়। পরবর্তীতে বিবাদীরা আমাদের সকলকে এই মর্মে হুমকি প্রদান করে যে, আমরা যদি এ বিষয়ে বেশি বাড়াবাড়ি করি বা কোনো প্রকার আইন আদালত করি তাহলে বিবাদীরা আমাদেরকে সহ আমাদের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ফেলবে বলে হুমকি ধামকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।
উল্লেখ্য যে, উক্ত ১নং বিবাদী পূর্বেও আমাদের হামলা করলে আমরা বিবাদীর বিরুদ্ধে ফতুল্লা থানায় অভিযোগ দায়ের করি যাতে বিবাদী অঙ্গীকার করে যে, আমাদের সাথে সন্ত্রাসী জনিত কোনো কার্যকলাপ করবেনা। ২ ও ৩ নং বিবাদীদ্বয়ের বিরুদ্ধে ফতুল্লা থানায় একাধিক মামলা রয়েছে। তাদের এ সকল সন্ত্রাসী কার্যকলাপে আমরা দারুন নিরাপত্তাহীনতায় ভুগছি।
বিবাদীরা যেকোনো সময়ে আমাদের বড় ধরনর ক্ষতি সাধন করিতে পারে বলে আমাদের আশঙ্কা হচ্ছে। তাই অতিদ্রুত বিবাদীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে আমরা আশাবাদী।