দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ফতুল্লা থানাধীন হাজ্বী মোক্তার হোসেনের বাড়ি ভাড়ার টাকা পরিশোধ না করে উল্টো চাঁদা দাবী করছে আব্দুর রহমান (৫০)।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় আব্দুর রহমান সহ অজ্ঞাত ৮/১০ জনের নামে একটি অভিযোগ দায়ের করেছেন বাড়ির মালিক হাজ্বী মোক্তার হোসেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ফতুল্লা থানাধীন গাবতলী আমেনা গার্মেন্টস সংলগ্ন একটি টিনসেড বাড়ী রয়েছে। উক্ত বাড়ীর সামনে হাজ্বী মোক্তার হোসেন মালিকানাধীন জমিতে টিনসেড ঘর তুলে বিবাদীরা দীর্ঘদিন যাবৎ ভাড়া দিয়ে বসবাস করে আসছিলো। তার নিকট ভাড়ার টাকা চাইলে সে বিভিন্ন ধরনের টালবাহানা করতো। একপর্যায়ে তারা ভাড়ার টাকা দিতে অস্বীকার করে ২ লক্ষ টাকা চাঁদা দাবী করে নইলে এলাকায় থাকতে দিবে না বলে হুমকি প্রদান করে।
শেখ হাসিনা সরকার পদত্যাগ করার পর থেকেই বিবাদী আব্দুর রহমান আরো বেশি প্রভাব খাটিয়ে ভয়-ভীতি সহ হুমকি দিয়ে আসছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, আব্দুর রহমান একজন সন্ত্রাসী প্রকৃতির লোক। সে যেকোন সময় মোক্তার হোসেনের মালিকানাধীন জমি জোর পূর্বক দখল করে নিতে তাকে খুন জখম করার চেষ্টা করতে পারে বলে আশংকা করছে।
এছাড়াও অপর একজন নাম অজানা ব্যক্তি সমিতির নাম করে একই জমির উপর টিনসেড ঘর তৈরি করে সমিতির নাম দিয়ে উক্ত ঘরের মধ্যে বসে বহিরাগত লোকজন নিয়ে মাদক সেবন সহ জুয়া খেলে পরিবেশ নষ্ট করিয়া আসিতেছে। বিবাদী আব্দুর রহমান সহ সেই অজানা ব্যক্তি প্রতিনিয়ত বহিরাগত মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের নিয়ে আমার বাড়ীর সামনে সকাল থেকে রাত পর্যন্ত আড্ডায় লিপ্ত থাকে।
গত ২ আগষ্ট বিকেল অনুমানিক সোয়া ৫টার দিকে বাড়িতে গেলে বিবাদী আব্দুর রহমান তার লোকজন নিয়ে হুমকি দেয় যে, আমি যদি ফের আমার জমিতে আসি তাহলে আমাকে খুন করে লাশ গুম করে ফেলবে।
অভিযোগের প্রেক্ষিতে গত ৩ সেপ্টেম্বর ফতুল্লা মডেল থানা পুলিশ বিষয়টি তদন্তের জন্যে গেলেও সেখানে বিবাদী আব্দুর রহমানকে পাওয়া যায় নি। তবে পুলিশ উভয় পক্ষকে থানায় যাওয়ার নির্দেশ প্রদান করে। এবিষয় অভিযুক্ত আব্দুর রহমানকে তার মুঠো ফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি।