দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ধর্মগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসায়ীর বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট করেছে সন্ত্রাসীরা।
গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় ফতুল্লা থানাধীন পূর্ব ধর্মগঞ্জ ঢালী পাড়ায় এ ঘটনা ঘটে।
এ হামলার ঘটনায় বাদী হয়ে হাজ্বী মোঃ মোক্তার হোসেন বিবাদী আজিম প্রধান (৪৮) ও আজিজুল প্রধান (৪২) এর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০/৪০ জনের নামে ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে বাদী মোক্তার হোসেন উল্লেখ করেন, বিবাদী আজিম প্রধান ও আজিজুল প্রধানের সাথে ২০১৬ সালে আমার যৌথ ব্যবসা ছিল। পরবর্তীতে আমি তাদের নিকট থেকে পৃথক হয়ে আলাদাভাবে ব্যবসা শুরু করি। তারা আমার নিকট কোন টাকা পয়সা পেত না বা কোন সময় টাকা পয়সা দাবী করেনি।
গত ৫ আগষ্ট আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার পর উক্ত বিবাদীদ্বয় বহিরাগত কিছু সন্ত্রাসী নিয়ে আমাকে বিভিন্ন ধরনের হুমকি সহ অযৌক্তিক ভাবে টাকা পয়সা দাবী করে আসছিল।
পরবর্তীতে গত ৬ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল আনুমানিক ৯টার দিকে আমি ঘুমন্ত অবস্থায় থাকাকালীন উক্ত বিবাদীদ্বয় নিচ থেকে কলিং বেল দিলে আমার কাজের মেয়ে গেট খুলে দেয়ার সাথে সাথে উক্ত বিবাদীদ্বয় সহ অজ্ঞাত নামা আরও ৩০/৪০ জন বিবাদী হাতে রামদা, চাইনিজ কুড়াল, লোহার রড, হকিস্টিক, কিরিচ সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমার বসত বাড়ীর দ্বিতীয় তলায় প্রবেশ করে। তাদের হৈচৈ শুনে আমার ঘুম ভেঙ্গে যায়।
১নং বিবাদী আমার গলায় রামদা ধরে বলে যে, ৪০ লক্ষ টাকা চাঁদা দিবি নচেৎ তোকে শেষ করে ফেলব। আমি টাকা দিতে অস্বীকার করলে ১নং বিবাদী আমাকে মারধর করে নীলাফুলা জখম করে। তখন আমার স্ত্রী শিমু বেগম (৪৫) আমাকে রক্ষা করতে আসলে বিবাদীরা তাকেও মারধর করে।
অজ্ঞাত নামা বিবাদীরা আমার ঘরের জিনিস পত্র ভাংচুর করে আনুমানিক ৫০/৬০ হাজার টাকার ক্ষতি সাধন করে। আমার মেয়ে মেহেরুন নেছা (২৫), মাইমুনা আক্তার (১৭), সামিয়া আক্তার (১৫) চিৎকার দিলে ১ ও ২নং বিবাদী তাদেরকেও মারধর করে। এরপর উক্ত বিবাদীদ্বয় আমার কাঠের শোকেস ভেঙ্গে আনুমানিক ১১ ভরি স্বর্ন যার বর্তমান বাজার মূল্য ১৩ লক্ষ টাকা এবং নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা নিয়া নেয়।
আমাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে চলে যায়।
বর্তমানে আমি আতংকগ্রস্ত অবস্থায় দিনাতিপাত করছি। তারা পূণরায় যেকোন সময় আমার ও পরিবারের উপর হামলা করতে পারে। তাই অতিদ্রুত এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার আবেদন করছি।