দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ মাদক ব্যবসায়ী,সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোরগ্যাংয়ের অত্যাচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও নাসিক ১২ ও ১৩ নং ওয়ার্ডবাসী।
মঙ্গলবার (৩রা সেপ্টেম্বর) বেলা ১১ টায় শহরের আমলাপাড়া অবস্থিত স্কুলের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় মানববন্ধনে নারায়ণগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা জানান,আমরা প্রতিদিন স্কুলে আমলাপাড়ার এই রাস্তা দিয়ে আসার সময় অনেক কিশোরগ্যাং পোলাপাইন আমাদের বিরক্ত করে।নিত্য নতুন বিভিন্ম সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের শিক্ষার্থীদের।আমাদের স্কুলের সামনে অনেকেই মাদকও সেবন করে এবং আমাদের প্রতিদিন কিশোরগ্যাং দ্বারাও ইভটিজিং এর শিকার হতে হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষকে আমরা একাধিকবার বিষয়টি জানিয়েছি।বিদ্যালয় কর্তৃপক্ষও এখানকার পঞ্চায়েত কমিটিকে জানিয়েছে তারপরও আশানুরূপ কোন ফল আসেনি।তাই আমরা যেহেতু একটি নতুন স্বাধীন দেশ যুদ্ধ করে পেয়েছি আর কোন বৈষম্য ও অপরাধীদের অপরাধ করতে দিবো না।তাই আজকে আমাদের এই এলাকার মাদক ব্যবসায়ীব,সন্ত্রাসী, চাঁদাবাজ ও কিশোরগ্যাংয়ে যারা আছে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করে আমাদের মানববন্ধন। আমরা শান্তিপ্রিয় একটা দেশ ও শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশের পরিবেশ চাই।
আমলাপাড়া কে বি সাহা লেন রোড পঞ্চায়েত কমিটির সভাপতি নূর ইসলাম সরদার বক্তব্যে বলেন,আমাদের আমলাপাড়া এই এলাকায় গালর্স স্কুল এন্ড কলেজ বিদ্যমান এবং বহু লোকের বাস।এই রাস্তা দিয়ে শিক্ষার্থী সহ এলাকার মানুষ আসা যাওয়া করে।কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তাদের কিছু পৃষ্ঠপোষকতায় মানিক, ছনি, কোরবান, রাহাত, অনিক, শাওন ও ইসলাম গংরা মাদক ব্যবসা করে আসছে।তাদের একাধিকবার নিষেধ করা হলেও তারা সরকার দলের লোকদের ছত্র ছায়া বিভিন্ন সময় বিভিন্ন অপকর্ম চালিয়ে গেছে।গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আমরা সমাবেশ করে মাদক ব্যবসায়ীদের নিষেধ ও হোশিয়ারী করা হয়।কিন্তু তারা উল্টো অনেকের বাড়ি হামলা চালিয়ে ভাংচুর করে এতে ১০/১২ জন আহতও হয়।এনিয়ে থানায় মামলাও হয়েছে।
তিনি আরো বলেন,এই মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের ভয়ে শিক্ষার্থীরা ও এলাকাবাসী আতংকিত হয়ে আছে।তারা ক্রমান্বয়ে এলাকায় মাদক দিয়ে যুব সমাজকে ধ্বংস করে যাচ্ছে।দিন দিন চুরি ডাকাতির সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।আমরা চাই সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও কিশোরগ্যাং মুক্ত এলাকা।তাই অতিদ্রুত মাদক।ব্যবসায়ী মানিক, ছবি,কোরবান,রাহাত,অনিক,শাওন ও ইসলাম গ্যাংদের আইনের আওতায় আনা হোক।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য শেষে একটি বনাঢ্য র্যালি করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যায় শিক্ষার্থী ও এলাকাবাসী ।এসময় স্কুল ও নাসিক ১২ ও ১৩ নং ওয়ার্ডবাসীর পক্ষে আমলাপাড়া কে.বি সাহা লেন রোড পঞ্চায়েত কমিটি মাদক ব্যবসায়ী,সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোরগ্যাংয়ের অত্যাচারের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ গালর্স স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নীলুফা ইয়াসমিন, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসূফ খান টিপু, নাসিক ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, আমলাপাড়া কে.বি.সাহা লেন রোড পঞ্চায়েত কমিটির সভাপতি নূর ইসলাম মাদবর, সাধারণ সম্পাদক হানিফ সরদার সহ শিক্ষার্থী ও নাসিক ১২ ও ১৩ নং ওয়ার্ডবাসী।