দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নিতাইগঞ্জ পাইকারী ও খুচরা ব্যবসায়ী মালিক সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে নিতাইগঞ্জে সমিতির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শংকর সাহা ।
এ সময়ে আব্দুল কাদির বলেন, আমরা চাই ঐক্য, আমরা সবাই ভাই আমাদের সবাই কে এগিয়ে আসতে হবে। ঐক্যের ডাক দিয়েছি ঐক্য আছি বলে কেউ কিছু করতে পারছে না। আপনাদের ভালো কাজের জন্য আমি মৃত্যুর আগ পর্যন্ত আছি।
আপনাদের এই সমিতি নিয়ে বছরের ২/৩টি অনুষ্ঠান করবো চিত্তোবিনোদন ও করবো। দায়িত্ব নিয়ে কাজ করতে হবে । সবাই একত্রে কাজ করতে হবে।
সভার শুরুতে নিতাইগঞ্জ পাইকারী ও খুচরা ব্যবসায়ী মালিক সমবায় সমিতি লিঃ এর পুনরায় নির্বাচিত ২১সদস্য কমিটির ঘোষনা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহন করেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদির সভাপতি সাধারণ সম্পাদক শংকর সাহা, সহ-সভাপতি মোঃ কামাল দেওয়ান, নারায়ন চন্দ্র সাহা, মোঃ অহিদুল ইসলাম, মোঃ মিজানুর, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ তমিজ উদ্দিন,সহ-সাধারন সম্পাদক আহাম্মদ হোসেন, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ দাস, সহ-কোষাধ্যক্ষ শাকিল আহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক সুব্রত সাহা, প্রচার সম্পাদক মোঃ জুয়েল, কার্যকরী সদস্য মোঃ মনির হোসেন, রতন কুমার সাহা, মোঃ লিটন, মোঃ নিজাম উদ্দিন, হারুন-অর-রশিদ, মোঃ আল-আমিন, মোঃ জসীম উদ্দিন, বিমল কৃষ্ণ সাহা।