দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালনের সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বন্দর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন বন্দর উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দরা।
শুক্রবার ( ১১অক্টোবর) বাদ মাগরিব লাঙ্গলবন্দ রাজঘাট বাসন্তী মন্দির ও প্রেমতলা আশ্রম মন্দির পরিদর্শন করেন।
নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সভাপতি এনামুল খন্দকার স্বপন সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান নাহিদ, সাংগঠনিক সম্পাদক আল আমিন খান, দপ্তর সম্পাদক শওকত খন্দকার নির্দেশনা বন্দর উপজেলা কৃষক দল মন্দিরে মন্দিরে গিয়ে পরিদর্শন করে বন্দর উপজেলা কৃষকদলের নেতৃবৃন্দরা জানান,
ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার তারেক রহমানের সেই সে নির্দেশের বাস্তবায়ন করতে উপজেলা কৃষকদল সার্বক্ষনিক পূজামন্ডপ গুলোর দিকে নজর রাখছেন বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা কৃষকদলের আহবায়ক মোঃ ফারুক মিয়া, সদস্য সচিব সেলিম মাহমুদ, যুগ্ম আহবায়ক জামিল হোসেন, মনির হোসেন, মোঃ হান্নান, মামুন, সদস্য মোঃ মামুন, মোঃ সাগর চৌধুরী
মোহাম্মদ আরাফাত, মোহাম্মদ সাইফুল, লাঙ্গলবন্দ রাজঘাট বাসন্তী মন্দির এর শ্রী দিলীপ দাস, শ্রী বিপ্লব সাহা, প্রেমতলা আশ্রমের সভাপতি শ্রী গোকুল চন্দ্র পাল, শ্রী স্বপন চন্দ্র সাহা, শ্রী শংকর চন্দ্র পাল।