দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড মেম্বার চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলবাজ ও খুনী আব্দুর রশিদ ওরফে রশিদ মেম্বারকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে সাধারন জনতা।
শনিবার (৫ অক্টোবর)দুপুর এক ঘটিকার সময় বক্তাবলী ফেরিঘাট সংলগ্ন বাদল মিয়ার মেসাস কনকর্ড তেলের পাম্পে পাঁচ লাখ টাকা চাঁদা চাইতে গেলে মালিকপক্ষের সাথে তর্ক হয়।
পরে উত্তেজিত জনতা রশিদ মেম্বারকে ধাওয়া দিলে সে পালিয়ে যায়। পরে তার সন্ত্রাসী লোকজন নিয়ে বাদল মিয়ার তেলের পাম্পে হামলা চালাতে গেলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে।
বক্তাবলী উত্তর ও দক্ষিণ পাড় হতে জনতা একতাবদ্ধ হয়ে রশিদ মেম্বারকে ধাওয়া দিলে তার সহযোগিরা পালিয়ে যায়।
এই সুযোগে উত্তেজিত জনতা রশিদ মেম্বারকে গন পিটুনি দিয়ে ফতুলøা মডেল থানা পুলিশ এ সোপর্দ করে।
রশিদ মেম্বার এর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার ওপর গুলি বর্ষন করে হত্যার অভিযোগে বিভিন্ন থানায় পাঁচ থেকে সাতটি মামলা রয়েছে। এছাড়াও চর বক্তাবলীর এলাকার জাকির হোসেন হত্যা মামলার অন্যতম আসামী রশিদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসের কারণে থানায় বিভিন্ন মামলা রয়েছে।
কনকর্ড তেলের পাম্পের মালিক বাদল মিয়া গণমাধ্যম কর্মীদের বলেন, রশিদ আমার আপন ভাগিনা হলেও সে আমার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে।
চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত জনতা রশিদ মেম্বারকে গণপিটুনি দেওয়া শুরু করলে আমি ফতুলা মডেল থানা পুলিশকে ফোন করলে পুলিশ আসলে রশিদকে সোর্পদ করা হয়।
বাদল আরো বলেন, রশিদ মেম্বার বক্তাবলী ফেরিঘাট,শওকত চেয়ারম্যানের ড্রেজার ও বালু ব্যবসা, মীর সোহেল আলীর জমি, ব্যবসায়ী সাইদুর রহমানের মাছের খামার দখলসহ নানান অপকর্ম করে বেড়াচ্ছিল।