দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সাবেক সাংসদ এ্যাড. আবুল কালামের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
শুক্রবার (১১ অক্টোবর) বাদ মাগরিব বন্দরস্থ সাবদি নুরুন আলা নূর জামে মসজিদে এ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
সাবেক ছাত্রদল নেতা রায়হানুল ইসলামের উদ্যোগে আয়োজিত এই মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, শহিদুল ইসলাম রিপন, বন্দর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোহাম্মদ সাফি,
মহানগর বিএনপির সাবেক শিশু বিষয়ক সম্পাদক মেজবাহ উদ্দিন স্বপন, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহবায়ক সেলিম, মোরশেদ আলম, সদর থানা বিএনপির যুগ্ম-আহবায়ক শহীদ হাসান খান, ২০নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আসলাম, সহ-সভাপতি আব্দুল মান্নান, আনিছ, নূরে আলম, শহিদ, সাংগঠনিক সম্পাদক জব্বার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ মিলাদ ও দোয়া পরিচালনা করেন, মাওলানা আব্দুল আউয়াল।
মিলাদ ও দোয়ায় সংÿিপ্ত বক্তব্যে আওলাদ হোসেন বলেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ্য আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। মহান রাব্বুল আলামিন যেন তাকে দ্রæত সুস্থতা দান করেন। তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন।
সেই সাথে আমার ও আপনাদের প্রাণ প্রিয় নেতা সাবেক সাংসদ ও মহানগর বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম সাহেব অসুস্থ হয়ে দেশের বাইরে চিকিৎসার জন্য গেছেন। তিনি যেন দ্রæত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে এবং মহান রাব্বুল আলামিন যেন তাকে দীর্ঘ হায়াত দান করে।