দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে। শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার এ শ্লোগান নিয়ে বিশ্ব শিক্ষক দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) সকালে উপজেলা চত্তরে র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষক দিবস উদযাপন কমিটির আয়োজনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম আবু তালেবের সভাপতিত্বে
আলোচনা সভায় অংশ নেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঞ্জুরুল মোর্শেদ, নুনেরটেক সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:সালাউদ্দিন, সহকারী প্রধান শিক্ষক শাহজালাল প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষকদের সম্মানে ১৯৯৪ খ্রিষ্টাব্দ থেকে প্রতি বছর অক্টোবরের ৫ তারিখে বিশ্বব্যাপী এই দিবসটি উদযাপন করে আসছে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সংস্থা ইউনেসকো। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে এ দিবসটি উদযাপিত হয়।