1. [email protected] : adeleallman4077 :
  2. [email protected] : The Bangla Express : The Bangla Express
  3. [email protected] : chaslegge226479 :
  4. [email protected] : christelgalarza :
  5. [email protected] : ericblackwood3 :
  6. [email protected] : faustochauvel0 :
  7. [email protected] : gabrielewyselask :
  8. [email protected] : giuseppechambers :
  9. [email protected] : Jahiduz zaman shahajada :
  10. [email protected] : justinstella26 :
  11. [email protected] : lillieharpur533 :
  12. [email protected] : mattjeffery331 :
  13. [email protected] : minniewalkley36 :
  14. [email protected] : sheliawaechter2 :
  15. [email protected] : Skriaz30 :
  16. [email protected] : Skriaz30 :
  17. [email protected] : social84c97032 :
  18. [email protected] : user_3042ee :
  19. [email protected] : The Bangla Express : The Bangla Express
  20. [email protected] : willierounds :
বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট
বুয়েট ছাত্র নিহতের ঘটনায় আসামিদের ২ দিনের রিমাণ্ড মঞ্জুর নাঃগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নে মিলাদ দোয়া অনুষ্ঠিত রূপগঞ্জে বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় পুলিশের অসহযোগিতার অভিযোগ ফতুল্লায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা, আসামি ১০ জন বন্দরে সিএসডিতে সরকারি খাল দখল ঘর নির্মাণের অভিযোগ নাঃগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের একাল-সেকালের রাজনীতি সাদপন্থি সন্ত্রাসীদের বিচার না হলে সারাদেশে আগুন জ্বলবে – মাওলানা আব্দুল আউয়াল শ্রমজীবী মানুষকে বাদ দিয়ে পরিবর্তন সম্ভব নয় : শামসুল ইসলাম রূপগঞ্জে জিয়াউর রহমানকে কটূক্তি করায় যুবলীগ নেতার বাড়িতে হামলা প্রভাবমুক্ত’ নির্বাচনের পথে নারায়ণগঞ্জ ক্লাব

বন্দর লক্ষণখোলার চুন্নু বাহিনীর চাঁদাবাজি: ডিসি এসপির কাছে অভিযোগ

দ্যা বাংলা এক্সপ্রেস
  • Update Time : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ৭২ Time View
bondhor

দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য ও মহানগরীর ২৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান সাউদ চুন্নুর অত্যাচারে অতিষ্ট হয়ে ওঠেছেন স্থানীয় ব্যবসায়ী ও নিরীহ মানুষজন। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দেয়ার পরেও থামছেনা চুন্নু বাহিনীর চাঁদাবাজি।

বন্দরের লক্ষণখোলায় মূর্তিমান আতংকে পরিনত হয়েছে কামরুল হাসান সাউদ চুন্নু। তার চাঁদাবাজির অত্যাচারে স্থানীয় ব্যবসায়ীরা কলকারখানা বন্ধ করে দেয়ার উপক্রম হয়েছে। চুন্নু বাহিনীর হুমকি- এককালীন চাঁদা দেয়ার পর প্রতি মাসে মাসোহারা দিয়ে লক্ষণখোলায় ব্যবসা করতে হবে, নতুবা এখানে কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকবে না।

স্থানীয়দের অভিযোগ- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নাম ভাঙ্গিয়ে স্থানীয় ব্যবসায়ী শ্রেণি, সাধারণ মানুষের কাছে গত ৫ আগস্টের পর অর্ধ কোটি টাকা চাঁদা আদায় করেছে চুন্নু বাহিনী। আওয়ামীঘেষা বিভিন্ন নিরীহ ব্যক্তিবর্গ ও স্থানীয় ব্যবসায়ীদের কাছে সাখাওয়াত ও টিপুর নামে চাঁদাবাজি করে যাচ্ছেন।

একাধিকবার চুন্নুর চাঁদাবাজির ঘটনা স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হলেও সাখাওয়াত ও টিপু কোনো কর্ণপাত করছেনা রহস্যজনক কারনে। ফলে চুন্নু বাহিনী লক্ষণখোলায় আরো বেশি বেপরোয়া হয়ে ওঠেছে চাঁদাবাজিতে। তার সঙ্গে চাঁদাবাজি দখলবাজিতে বেপরোয়া মহানগর বিএনপির আরেক সদস্য ও ২৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেনও।

চাঁদাবাজির টাকার ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ বাধিয়েছেন বিএনপির এই দুই নেতা। চাঁদাবাজ চুন্নুর বেপরোয়া চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ওঠেছেন বন্দরের লক্ষ্মণখোলা এলাকার ব্যবসায়ী মহল ও শিল্প কলকারখানার মালিকেরা।

এদিকে চুন্নু বাহিনীর অত্যাচারে অতিষ্ট হয়ে গত ৪ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন নারায়ণগঞ্জ চেম্বারর্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সদস্য, আয়েশা ইপিএস ইনস্যুলেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন বাবু। এই লিখিত অভিযোগের অনুলিপি র্যাব-১১, বন্দর থানার ওসি, জেলা শিল্প পুলিশ, জেলা ও মহানগর বিএনপির সভাপতি বরাবর দাখিল করা হয়।

তিনি লিখিত অভিযোগে জানান, ইদানিং বেশ কিছু লোকজন অবৈধভাবে আমার কারখানায় এসে চাঁদা দাবিসহ বিভিন্ন ধরণের হুমকি ধমকি দিচ্ছে এবং প্রয়োজনে কারখানায় লুটতরাজ করা হবে বলে হুমকি দিতেছে।

অভিযোগে উল্লেখ করেন যে, মহানগরীর ২৫ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক বন্দর লক্ষণখোলা এলাকার মোহাম্মদ আলীর ছেলে কামরুল হাসান সাউদ চুন্নু, জাফর উল্লাহর ছেলে মোঃ মমিন উল্লাহ সাউদ জুম্মন, মনির হোসেনের ছেলে মো: রাব্বি সাউদ, লাভলু মিয়ার ছেলে মোঃ দেলোয়ার হোসেনসহ আরও ১৫/২০ জন মাঝে মধ্যেই আমার কারখানার নিকট এসে অবৈধভাবে মহড়া দিয়ে চাঁদা দাবি করে, অন্যথায় কারখানা ভাঙচুর এবং লুটপাট করবে বলে হুমকি দিয়ে আসছে এবং আমাকে প্রাণে মেরে ফেলার ও হুমকি দিতেছে।

অভিযোগকারী জানান, আমার পিতা মরহুম শহীদুল্লাহ বিএনপি’র প্রতিষ্ঠালগ্ন থেকে নিস্বার্থভাবে দলের জন্য কাজ করে গেছেন। কিন্তু আমরা (আমি সহ আরও আমার বড় দুই ভাই) স্বক্রিয়ভাবে কোন দল করি না কিন্তু অন্তরে বিএনপি’র আদর্শ লালন করি। আমরা দেশের স্বার্থে এবং এলাকার উন্নয়নের স্বার্থে ব্যবসা বাণিজ্য করি। আমার অন্য দুই ভাই সাজু এবং জনাব রাজু অন্য দুটি কারখানা তত্ত্বাবধায়ন করে থাকেন।

কিন্তু এলাকার বিএনপি নামধারী কিছু সন্ত্রাস চাঁদাবাজ গত ০৫-০৮-২০২৪ ইং ফ্যাসিবাদ হাসিনা সরকার পতনের পর হতেই এলাকায় সরব হয়ে উঠেছে। এতে করে দলের ক্ষতিসহ এলাকায় অসন্তোষ সৃষ্টি হচ্ছে। জনমনে নানা ধরণের আতঙ্ক বিরাজ করছে।

অভিযোগে আরো উল্লেখ করেন যে, বিগত ২৪-০৯-২০২৪ ইং তারিখ আমার কারখানার সংলগ্ন চায়না ব্যাটারী ফ্যাক্টরীটি ভাঙচুর এবং লুটপাট করে উল্লেখিত কামরুল হাসান সাউদ ওরফে চুন্নু গ্রুপ। পরবর্তীতে বিশাল অংকের চাঁদা আদায় করে উক্ত কারখানা থেকে। সেই চাঁদার টাকা ভাগ বাটোয়ারা নিয়ে গত ০১-১১-২০২৪ ইং তাদের বাগ বিভন্ডা এবং এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে, যা আমার লোকমুখে জানতে পারি।

কিন্তু উল্লেখিত কামরুল হাসান সাউদ ওরফে চুন্নু আমাকে এবং আমার বড় দুই ভাই সাজু এবং রাজুর বিরুদ্ধে বন্দর থানাসহ বাংলাদেশের আরো কয়েকটি থানায় মামলা দিবে বলে মোবাইলে ও সরাসরি চাঁদা আদায়ের জন্য হুমকি দিয়ে আসছে। আমার এবং আমার কারখানার সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রয়োজনে পুলিশ মোতায়েনপূর্বক নিরাপত্তা নিশ্চিতকররণে প্রয়োজনীয় নির্দেশ প্রদান প্রার্থনা করেন।

অন্যদিকে নারায়ণগঞ্জের বন্দর থানাধীন লক্ষণখোলা এলাকায় চাইনিজদের মালিকানাধীন একটি ব্যাটারি কারখানা থেকে ১০ লাখ টাকা চাঁদা নিয়েছেন ফারুক হোসেন ও চুন্নু। কারখানা বন্ধ করে দেয়ার হুমকি দিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেন এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান সাউদ চুন্নু মিয়া দুই দফায় ৫ লাখ ঢাকা করে চাঁদার টাকা গ্রহণ করেন।

ডংজিন ব্যাটারী ফ্যাক্টরীর ভেতরে অবস্থিত সিসিটিভির ফুটেজে চাঁদা নেয়ার দৃশ্য রয়েছে। এই ঘটনা গণমাধ্যমে ইতিপূর্বে প্রকাশিত হয়েছে।

কারখানা কর্তৃপক্ষ জানান, সরকার পরিবর্তনের পর থেকে স্থানীয় ওয়ার্ড বিএনপির দুই নেতা ফারুক হোসেন এবং চুন্নু মিয়া সরাসরি এসে পরিবেশ দূষিত হচ্ছে এই অজুহাত তুলে ২০ লাখ টাকার চাঁদা দাবি করে।

অন্যথায় ব্যাটারী কারখানাটি বন্ধ করে দেয়ার হুমকি দেয়। পরে আপোষ রফায় গত ১০ অক্টোবর এবং ১৫ অক্টোবর দুই দফায় কারখানার অফিস থেকে ৫ লাখ করে চাঁদা নিয়ে যায় বিএনপির এই দুই নেতা। আদায়কৃত টাকা ভাগাভাগি নিয়ে ওয়ার্ড বিএনপির সভাপতি ফারুক হোসেনের সাথে সাধারণ সম্পাদক কামরুল হাসান সাউদ ওরফে চুন্নু মিয়ার বিরোধ বাঁধে।

এই বিরোধের জের ধরে গত ১ নভেম্বর সন্ধ্যায় লক্ষণখোলা মাদ্রাসা স্ট্যান্ড সংলগ্ন চুন্নুর অফিসে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে ওয়ার্ড বিএনপির সেক্রেটারী কামরুল হাসান সাউদ ওরফে চুন্নু মিয়া তারই সংগঠনের সভাপতি ফারুক হোসেন, স্থানীয় ব্যবসায়ী সাজু, রাজু, বাবুসহ ১২ জনকে মাদক ব্যবসায়ী বানিয়ে বন্দর থানায় এজাহার দায়ের করেন।

এলাকাবাসী জানায়, ডংজিন ব্যাটারী ফ্যাক্টরী থেকে আদায় করা ১০ লাখ চাঁদাবাজির টাকার বেশির ভাগ অংশই চুয় মিয়া নিজের কাছে রেখে দিলে সভাপতি ফারুক হোসেনের সাথে তার বিরোধ বাঁধে। মামলার এজাহারে স্থানীয় তিন ব্যবসায়ী সাজু, রাজু ও বাবুকে আসামী করে ভিন্নভাবে ফায়দা লুটার চেষ্টা চালাচ্ছে ফারুক হোসেন ও চুন্নু।

এ বিষয়ে মহানগর বিএনপির সদস্য ও নাসিক ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কজামরুল হাসান ছাউদ চুন্নু বলেন, কিছু কুচক্রী মহল আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করছে। আপনারা আমাদের বিষয়ে এলাকায় এসে খবর নেন এই ধরনের অভিযোগ কতটা সত্য।

আসলে একটি কুচক্রী মহল এই এলাকায় তাদের নানা অপকর্ম প্রতিষ্ঠিত করতে চাইছে, আর সেখানে আমরা হলাম বড় বাধা। তাই নানা কুটকৌশল অবলম্বন ও মিথ্যা বানোয়াট মূলক তথ্য দিয়ে সংবাদ প্রকাশিত করে। আমাদেরকে রাজনৈতিক ভাবে হেয় করার চেষ্টা করছে।

গণমাধ্যম কর্মীরাই দেখেছে এই এলাকার অরাজকতা বন্ধে আমরা কত কিছু করেছি। রাত ভর মন্দির পাহাড়া, এলাকার নানা অপকর্ম বন্ধের জন্য সবাইকে ঐক্যবদ্ধ করে এদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। তাই কোন সুবিদা নিতে না পেরে এই ধরনের মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করতে চাইছে।

আরও সংবাদ
© All rights reserved © 2019 LatestNews
DESIGNED BY RIAZUL