দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সম্প্রতি সোনারগাঁয়ে সম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় স্পিড বোট ও মাছের ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন নিহত হয়। নিহতের পরিবার হত্যা মামলা দায়ের করেছে। যেখানে মামলায় স্পিড বোটের ড্রাইভার সহ ঘটনাস্থলে আহত ৪ জনকে আসামি করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১লা নভেম্বর দিবাগত রাত সাড়ে ৯টায় ঢাকা সদরঘাট থেকে স্পিড বোট যোগে ড্রাইভার টিপু (৪৫), শামীম হোসেন (৪৫), শান্ত (৩৫), শাহাদাৎ হোসেন (৩৮), মিন্টু (৩৫), কিবরিয়া (৫০), জাফর (২২), আকেশ আলী (৪৮) গণ ব্যবসায়িক কাজে মুন্সিগঞ্জ সদর থানাধীন কালিচর যাওয়ার পথে রাত সাড়ে ১০ টার দিকে জাজিরা বকচর সংলগ্ন মেঘনা নদীতে পৌছালে বেপরোয়া গতিতে আসা মাছ ধরার ট্রলারের সাথে মুখমোখি সংঘর্ষ হয়।
এ সময় ঘটনাস্থলে ৪ জন গুরুতর আহত হয় সেই সাথে স্পিড বোটের একটি পাশ ভেঙ্গে যায়। পরে গুরুতর আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শান্তকে মৃত ঘোষনা করে। আহত বাকিরা বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, তাদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক।
এদিকে নিহত শান্তর পরিবার নৌ-দুর্ঘটনাকে হত্যা মামলা দিয়ে ঘটনাস্থলে আহতদের আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করার পাশাপাশি মাছের ট্রলারটি জব্দ করেছে। সেই সাথে স্পিডবোটের ড্রাইভারের জবানবন্দি নিয়েছে। শুধু তাই নয় স্পিডবোটের মালিক নিহত শান্ত সেই বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
এদিকে, দুর্ঘটনার বিষয়ে সত্যতা পাওয়ার পরেও নিহত শান্তর পরিবার ঘটনাস্থলে আহতদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী জানায়, নদী বা সড়ক পথে অনেক সময় অনেক ধরনের দূর্ঘটনা ঘটে। তবে এটা একটা অনাকাঙ্খিত দূর্ঘটনা, যা কারো কাম্য নয়। যারা দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে তাদেরকে হত্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।