দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ ফতুল্লায় বিসিক শিল্পাঞ্চলে একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১৭ নভেম্বর) বেলা ১২টার দিকে কেসি এপারেলস্ নামে কারখানার ৪র্থ তলায় এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন হতাহতের ঘটনা ঘটে নি।
ফতুল্লা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুল হালিম জানান, বেলা ১২ টার দিকে কেসি এপারেলস নামে কারখানায় অগ্নিকান্ড ঘটে। ছয় তলা ভবনের ৪র্থ তলায় কাপড় রাখার গোডাউনে আগুন লাগে। ১২টা ২৫ মিনিটে আমরা ঘটনাস্থলে রওনা দেই।
আমাদের থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। এর পাশাপাশি পাগলা ও মন্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে ১টি করে মোট ২টি ইউনিট যুক্ত হয়। আমাদের সার্বিক চেষ্টায় দুপুর ৩টার দিকে আগুন নেভানো হয়। আগুনের কারণে কারখানার সামগ্রীর ক্ষতি হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটে নি।
তিনি আরও জানান, ৪র্থ তলায় থাকা কাপড়ের ক্ষতি হয়েছে। ওই ফ্লোর থেকে আমরা আগুন ছড়াতে দেই নি। এই অগ্নিকান্ডে কি পরিমাণ ক্ষতি হয়েছে ও কী কারণে আগুন লেগেছে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতি ও আগুনের কারণ জানা সম্ভভ হবে।