দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির র্যালী ও আলোচনা সভায় বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে মহানগর যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক ও দর্পন প্রধান।
শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে নগরীর ১০নং ওয়ার্ড থেকে বিশাল মিছিল নিয়ে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে যোগদান করে মহানগর যুবদল নেতা শফিকুল ইসলাম শফিক।
অপরদিকে, নাসিক ১৪নং ওয়ার্ড থেকে মহানগর যুবদল নেতা দপর্ন প্রধানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে যোগদান করে মহানগর যুবদল নেতা দপর্ন প্রধান।
এর আগে পৃথক পৃথক ভাবে শফিকুল ইসলাম শফিক ও দপর্ন প্রধানের নেতৃত্বে বিশাল মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মূল র্যালিস্থলে যোগদান করে।
সংক্ষিপ্ত বক্তব্যে শফিকুল ইসলাম শফিক ও দপর্ন প্রধান বলেন, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস হয়েছে বলেই আজকে দেশের জনগণের বাক-স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও বহুদলীয় রাজনৈতিক প্রথা চালু হয়েছে। কিন্তু একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য গত ১৭ বছর আওয়ামী স্বৈরাচার সরকার পুনরায় চালু করার চেষ্টা চালিয়ে ছিলো।
কিন্তু দেশের গণতন্ত্রকামি ছাত্র-জনতার আন্দোলনে আজকে দেশের মানুষের আবারো তাদের বাকস্বাধীনতা ফিরে পেয়েছে। এখন দেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রকৃয়ায় আবারো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।