দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ দীর্ঘ প্রেম ভালবাসার পর ইসলামী শরীযাহ মোতাবেক ৫ লাখ টাকা দেন মোহরানা ধার্য্য করে জালকুড়ি মাদবর বাজার এলাকার বাউল সর্দারের বাড়ির মো.লোকমানের মেয়ে মো.তানিয়াকে গত বছরের ২রা ডিসেম্বর বিয়ে করেন সিদ্ধিরগঞ্জ হীরাঝিল এলাকার মো.সোলেমান শিকদারের ছেলে মো.মফিজুল ইসলাম স¤্রাট।
বিয়ের পর স্ত্রীকে নিয়ে সুখে শান্তিতেই কাটছিলো তাদের সংসার। স্বামী স¤্রাট একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। যিনি প্রতিবছর কয়েক শতাধিক বাংলাদেশী হাজীকে হজ¦ করাতে সৌদি আবর নিয়ে যান। উক্ত ব্যবসা পরিচালনার ক্ষেত্রে স্বামী স¤্রাটকে দেশীয় ও বিদেশী মুদ্রা সংরক্ষন করতে হয়। তানিয়া যেহেতু তার স্ত্রী সেই সুবাদে সবকিছুই তার কাছে থাকতো। কিন্তু হঠাৎ তার আচরন দেখে সন্দেহ তৈরী হয়। স¤্রাটের ব্যবসায়ীক ব্যস্ততার সুত্রে ফয়সাল আহমেদ আকাশের সাথে পুর্ব পরিচয়ের সুত্রে তানিয়া বিশেষ সর্ম্পকে জড়িয়ে পড়ে।
এবং তার তারা নিষিদ্ধ সর্ম্পকের জড়িয়ে পড়ে। স্বামী স¤্রাটের বিশ^াস ও ভালবাসার সুযোগ নিয়ে স্ত্রী তানিয়া বিভিন্ন বাহানায় মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। গত ১লা মে ২০২৪ইং তারিখে পুর্ব পটরিকল্পনা অনুযায়ী সকাল ১১টায় আমার আলমারীতে থাকা নগদ ১৮ লাখ টাকা,১০ হাজার সৌদি রিয়েল, ১৭ শত ইউএস ডলার ও ১১ ভরি স্বর্নালংকার নিয়ে জালকুড়ি মাদবর বাজার এলাকার বাউল সর্দারের বাড়ির লোকমানের ছেলে ফয়সাল আহমেদ আকাশের সাথে নিরুদ্দেশ হয়ে চলে যায়।
এ ঘটনায় তাদের কোন হদিস না পাওয়ায় স্থানীয় থানায় মামলা করতে ব্যর্থ হয়ে পরবর্তীতে বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৮নং আমলী আদালতে সিআর মামলা ৬৩৮/২৪ দায়ের করি। বিষয়টি পুলিশ ব্যুরো ইনভেষ্টিগেশনকে দায়িত্ব দেয়া হলে তার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়া হলে মহামান্য আদালত আসামী তানিয়া ও ফয়সাল আহমেদ আকাশের বিরুদ্ধে গত ২১/১১/২৪ইং তারিখে গ্রেফতারী পরোয়ার জারি করেন।