দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ কাশীপুর পারহাউজের সামনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার পুলিশ। শনিবার (৭ডিসেম্বর) সন্ধ্যায় পারহাউজের সামনে থেকে লাশটি উদ্ধার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
এ বিষয়ে এলাকাবাসীরা জানান, বেশ কয়েকদিন যাবৎ এখানে পাগল অবস্থায় এই লোকটি ছিল তার কোন আত্মীয়-স্বজন খোঁজখবর আমরা পাইনি। আমরা যে যা পেরেছি তাই তাকে খেতে দিয়েছিলাম। আজ বিকালে মারা যায়। মারা যাওয়ার পর লাশটিকে দেখে আমরা আমাদের এলাকার বিএনপি নেতা সাইদুল ইসলামকে জানাই তখন তিনি কাশিপুর ১নং ওয়ার্ডের ডালিম মেম্বার সহ এলাকার মুরুব্বীদের সাথে নিয়ে থানায় ফোন দিয়ে পুলিশ আনান।
ফতুল্লা মডেল থানার এসআই বাসার জানান, এলাকার লোকজন মরদেহ দেখে থানায় খবর দিলে আমরা তাৎক্ষনিক ঘটনা স্থলে গিয়ে দেখতে পাই মধ্যবয়সী একজনের মরদেহ। এলাকাবাসীর কাছে খোঁজখবর নিয়ে জানা গেছে বেশ কয়েকদিন যাবত অজ্ঞাত লোকটি
পাগল অবস্থায় এখানে সেখানে রাতে অবস্থান করত।আজ বিকালে এখানে মারা যায়। লাশটির পরিচয় সনাক্ত করা যায়নি। আমরা অজ্ঞাত লাশটিকে অত্র এলাকার বিএনপি নেতা সাইদুল ইসলাম ও কাশিপুর ১নং ওয়ার্ড মেম্বার ডালিম এবং এলাকাবাসীর উপস্থিতিতে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। আইনগত ব্যবস্থা শেষে লাশটির আত্মীয়-স্বজনের কোন খোঁজ না পাওয়া যায় তাহলে বেওয়ারিশ হিসেবে তাকে দাফন দেওয়া হবে।