দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্য আরিফ ড্রাইভারের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করেছে সংগঠনের নেতৃবৃন্দ।
রোববার (২২ ডিসেম্বর) বাদ আছর নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত আহবায়ক সুজন মাহমুদের সভাপতিত্বে মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন, সংগঠনটির যুগ্ম-আহবায়ক মেহেদি হাসান লিটন, সদস্য নজরুল ইসলাম মিনার, লুৎফর রহমান মন্টু, মাস্তান, হারুন, টিটু, মহসিন, মালেক,
রফিক, আওলাদ খন্দকার, সেন্টু হাওলাদার, আনোয়ার মোল্লা, বিল্লাল হোসেন, হামিম ফয়সাল, রাশেল, আতিকুর রহমান সবুজ, আল-মামুন, আবুল কালাম, আব্দুস সাত্তার, সুলতান খন্দকার, আনোয়ার হোসেন, আকতার হোসেন, শহীদ আহম্মেদ বাপ্পী, খোরশেদ হোসেন, রনি আহম্মেদ সহ সংগঠনের নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া পুর্বক নারায়ণগঞ্জ জেলা ট্রাক ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত আহবায়ক সুজন মাহমুদ সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি গত ১৭ ডিসেম্বর আমাদের সংগঠনের সদস্য আরিফ অকালে মৃত্যু বরন করেছে। তার অকাল মৃুত্য আমাদের জন্য দুঃখ জনক। সংগঠনের পক্ষ থেকে তার রুহের মাগফেরাত কামনা করছি। মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব করেন।
এসময়ে তিনি আরও বলেন, স্বৈরাচারী সরকারের আমলে আমাদের অনেক নেতা মিথ্যা মামলা হামলার শিকার হয়ে মৃত্যুবরন করেছে। যারা অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন তাদের সুস্থতা কামনা করছি। সেই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সাবেক সাংসদ এ্যাড. আবুল কালামের সুস্থতা কামনা করছি। পাশাপাশি সাবেক ছাত্র দলের নেতা জাকির খানের মুক্তি দাবি করছি।