দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ বিজয় দিবস উপলক্ষে শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বৃহৎ অংশ।
সোমবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টায় চাষাড়া বিজয়স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিনিয়র নেতৃবৃন্দরা।
এর আগে মহানগর বিএনপির সদস্য ও সাবেক সহ-সভাপতি হাজী ফারুক হোসেনের সভাপতিত্বে ও মহানগর বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা।
নগরীর মন্ডলপাড়া থেকে বিজয় র্যালী নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক পদক্ষিন শেষে চাষাড়া বিজয় স্তম্ভে গিয়ে শহিদের ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময়ে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, মহানগর বিএনপির সদস্য ও সাবেক সহ-সভাপতি হাজী ফারুক হোসেন, মহানগর বিএনপির সদস্য আমিনুর ইসলাম মিঠু, শহিদুল ইসলাম রিপন, মনোয়ার হোসেন শোখন, মহানগর বিএনপি নেতা হাজী তাহের আলী, আবুল সরদার, সোলাইমান,
মোহাম্মদ হোসেন কাজল, সুজন মাহমুদ, তোফাজ্জল মৃধা, খোকা, মনির হোসেন, শফিউদ্দিন সোহেল, ভুলু, তোফাজ্জল হোসেন, শহীদ হাসান খান, দুলাল, বরকত উল্লাহ জনি, বাচ্চু, মাহাবুব সহ অন্যান্য নেতৃবৃন্দ।