দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ (২২) নিহতের ঘটনায় তিন আসামির দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করে আদালত।
রবিবার (২২ ডিসেম্বর) সকালে সিনিয়র চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালত তাদের রিমাণ্ড আবেদন মঞ্জুর করেন। এর আগে, আসামিদের বিরুদ্ধে ৫ দিনের রিমাণ্ড আবেদন করা হয়।
আসামিরা হলেন- রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ আল মামুনের ছেলে ও প্রাইভেট কারের চালক মুবিন আল মামুন (২০), মিরপুর পীরেরবাগ এলাকার রিজওয়ানুল করিমের ছেলে মিরাজুল করিম (২২) ও উত্তরা ১৩ নম্বর সেক্টরের বাহাউদ্দিন চৌধুরীর ছেলে আসিফ চৌধুরী (১৯)।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক কাউয়ম খান বলেন, বুয়েটের মেধাবী ছা্ত্র নিহতের ঘটনায় তিন জন আসামির দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেছে আদালত। আগামী তিন কার্যদিবসের মধ্যে তাদের জিজ্ঞাসাবাদ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপতার আসামিদের ড্রাইভিং লাইসেন্স ছিলনা। তাদের শুধু লার্নার লাইসেন্স ছিল। এই লাইসেন্স দিয়ে সড়কে গাড়ি নিয়ে বের হওয়ার আইনগত কোন সুযোগ নেই।
এ বিষয়ে মামলার বাদী পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান বলেন, পুলিশের উপস্থিতিতে মাতালরা এসে গাড়ি দিয়ে শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ছাত্র মারা গেছেন। বাকি দুজন শিক্ষার্থীদের অবস্থাও ভালো না। পরে এই মাতালদের গ্রেপ্তার করে ডোপ টেস্ট করালে দুজনের রিপোর্ট পজেটিভ এসেছে। এসব অবস্থার পরিপ্রেক্ষিতে আদালত তাদের দুই দিনের রিমাণ্ড দিয়েছেন। আশা করি, এই মামলাটি ৩০২ ধারায় টার্ন হবে এবং হত্যা হিসেবে বিবেচিত হবে। তাছাড়া আইনী লড়াইয়ের মাধ্যমে এই মামলাকে আমরা অবশ্যই ৩০২ ধারায় টার্ন করাবো।