দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ নারায়ণগঞ্জের রপগঞ্জের বরপা এলাকায় লেনদেন সংক্রান্ত বিষয়ে শফিকুল বাসার নামে এক যুবককে বাড়ি থেকে উঠিয়ে অন্যত্র আটক করে রাখার অভিযোগ পাওয়া গেছে ইউসুফ সাউদগং এর বিরুদ্ধে। এ বিষয়ে শফিকুল বাসারের ভাই মো.আবুল বাশার রুপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ইউসুফ সাউদগংদের বিরুদ্ধে।
রুপগঞ্জ থানায় লিখিত অভিযোগে শরিয়তপুর জেলার সখিপুর বর্তমানে ঢাকা মধ্যবাড্ডা এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো.আবুল বাশার উল্লেখ করেন যে, আমার ছোট ভাই শফিকুল বাশার (৪০) বর্ণিত বিবাদী তারাবো পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা হান্নান সাউদের ছেলে ইউসুফ সাউদ,পারভেজ সাউদের ছেলে হিমেল এর সহিত লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘ দিন যাবৎ শত্রুতা চলে আসিতেছে এবং এরা আমার ভাইকে ভয়ভীতি ও হুমকী ধামকী প্রদান করিয়া আসছে।
এমতাবস্থায় গত ২৫ ডিসেম্বর সন্ধ্যা প্রায় সোয়া ৬টায় রূপগঞ্জ থানাধীন বরপা সাকিনস্থ আমার ভাই তার কর্মস্থল হইতে তাহার ভাড়া বাসায় ফেরার সময় বর্ণিত বিবাদীগন সহ অজ্ঞাত নামা ২/৩ বিবাদী বে-আইনি জনতারদ্ধে তাদের হাতে দেশীয় -শস্ত্রে সজ্জিত হয়ে আমার ভাইয়ের পথরোধ করিয়া আমার ভাইকে অকট্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমার ভাই এর প্রতিবাদ করলে উপরোক্ত আমার ভাইকে এলোপাথারী কিল, ঘুষি, লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে।
এক পর্যায়ে বর্ণিত বিবাদীগণ আমার ভাইকে উক্ত স্থান হইতে তাহাকে তুলিয়া নিয়া আটক করিয়া রাখে। এবং আমার ভাইয়ের মোবাইল দিয়ে আমাকে কল করিয়া বলে যে ২লক্ষ টাকা দাদন হিসেবে দাবী করে অন্যথায় আমার ভাইকে প্রাণে মারিয়া ফেলিবে বলিয়া বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকী ধামকি প্রদান করে। আমি আমার ভাই থেকে অবগত হই যে, বিগত দিনে তাহাদেরকে একাধিক বার টাকা দেওয়া হয়েছে।