দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁয়ে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ মো. আফতাপ হোসেন (৩৬) নামের এক মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেপ্তারকৃত আফতাপ হোসেন কক্সবাজার জেলার রামু থানার মিয়াজিপাড়ার মৃত মনির আহম্মদের পুত্র।
ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদী হয়ে সোমবার সোনারগাঁ থানায় মাদক আইনে মামলা দায়ের করেছেন।
এরআগে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে নারায়নগঞ্জ জেলার মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর “খ অঞ্চল” উপ-পরিদর্শক ইকবাল আহম্মেদ দিপু সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার সোনারগাঁ থানার ঢাকা-চট্টগ্রাম রোডের আশিয়াচরস্থ আজিজ স্টোর নামের দোকানের সামনের রাস্তায় অভিযান চালিয়ে ওই ইয়াবা ট্যাবলেটসহ আফতাপ কে গ্রেপ্তার করেন।