দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সোনারগাঁ থানা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গতকাল রাতে রাজধানীর বসুন্ধরা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবি বারি নিশ্চিত করেছেন।
ওসি এবি বারি জানান, সামসুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর অভিযোগে একটি মামলা রয়েছে। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।