দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ সিদ্ধিরগঞ্জে আগুনে আট দোকান-ঘর পুড়ে গেছে। সোমবার ( ২৭ জানুয়ারী ) ভোরে দক্ষিণ কদমতলী নোয়াপাড়া এলাকায় মনিরের ভাড়াটিয়ার বাসায় এ অগ্নিকান্ড ঘটে। খবর পেয়ে আদমজী নগর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, আগুনে ৫টি ঘর ও তিনটি দোকান পুড়ে গেছে। এতে ভাড়াটিয়াদের ঘরের টিভি, ফ্রিজ ও আসবাবপত্রসহ এবং দোকানের মালামাল পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তারা জানাতে পারেননি।
আদমজী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মিরন মিয়া জানান, ভোর ৫টা ৫ মিনিটে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমাদের দুটি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও প্রাথমিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।