দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ দেওভোগ পাক্কা রোড খানকা গলি যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারী) বাদ মাগরিব পাক্কা রোডের খানকার গলি পুকুর পাড় এলাকায় ওয়াজ ও দোয়ার মাহফিলটি অনুষ্ঠিত হয়।
মাহফিলে বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ আওলাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ দিদার খন্দকার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আল্লাহর অশেষ রহমতে দ্বীনি কাজে আপনাদের সহযোগিতা চাই। আপনারা দোয়া করবেন এভাবেই যেন দ্বীনি কাজে এবং সামাজিক কাজে আপনাদের পাশে থাকতে পারি। আসন্ন হোসিয়ারী সমিতি নির্বাচনে আমার বড় ভাই আওলাদ ভাইয়ের সাথে মিলিত হয়ে নির্বাচনে অংশগ্রহন করেছে। সাধারণ ভোটারদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জয়ী হয়ে ব্যবসায়ীদের সেবা করতে পারি সেজন্য আপনাদের সকলের কাছে আমি দোয়া প্রার্থী।
পাশাপাশি আগামী ১১ ফেব্রুয়ারী স্বপরিবারে ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে হজ্বে যাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন হজ্ব শেষ করে আমি আপনাদের মাঝে ফিরে এসে দ্বীনের কাজে ও সমাজের সেবা করতে পারি মহান আল্লাহ যেন সেই তৌফিক দান করে।
মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মুফতি মোঃ নেয়ামত উল্লাহ ফারুকী।
বিশেষ বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন, দেওভোগ বড় জামে মসজিদের খতিব মোঃ মহিউদ্দিন হামিদী আল ক্বাদরী, হাজ্বী কলিমুল্লাহ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ হান্নান চাঁদপুরী, বাবুরাইল জামে মসজিদের খতিব মাওলানা মোঃ আমজাদ হোসেন প্রমুখ।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, তোফাজ্জল হোসেন, মোঃ শাহজাহান, মোঃ ইসমাঈল হোসেন রমজান, আজিজুল সরদার, সফর আলী, এস এম গালিব, সাইদুল ইসলাম, আসাদুল ইসলাম কবির, মাহবুব আলম লিমন, জাহাঙ্গীর শাহ জিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।