দ্যা বাংলা এক্সপ্রেস ডটকমঃ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্যকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্যশূন্যতা অর্জন মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২২ জানুয়ারি সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলাপ্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার তত্ত্বাবধানে জেলা প্রশাসকের কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়।
শোভা যাত্রার রেলিটি কোট প্রাঙ্গণ ঘুরে লিংরোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয় এ সময় শোভাযাত্রা রেলিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক ড. মো. মনিরুজ্জামান,
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাকিব আল রাব্বি, জেলা সিভিল সার্জন ডাঃ এ এফ এম মুশিউর রহমান, সামাজিক সংগঠন মানবকল্যান পরিষদের চেয়ারম্যান মো. মান্নান ভূইয়া, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আরিফ মিহির সহ জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
পরে ১০:৩০ মিনিটে জেলা প্রশাসকের সভাকক্ষে নারায়ণগঞ্জ জেলার চারটি থানার স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কর্মশালার শুভ উদ্বোধন করেন।